সিলেটে আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কায় ওয়াজ মাহফিলে বয়ান দিতে দেওয়া হয়নি হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে। মঞ্চে উঠার আগেই ইসলামি এ বক্তাকে মাহফিল স্থল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন। মঙ্গলবার (১২ জানুয়ারি) ওয়াজ মাহফিলটি ছিল সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটতে পারে এই আশঙ্কায় তাকে ওই ওয়াজ মাহফিলে বয়ান দিতে দেয়া হয়নি। সর্বোপরি প্রশাসনের অনুমতি নেয়নি আয়োজক কমিটি।
ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: