আ’লীগের প্রেসিডিয়ামের শূন্য পদে আসছেন কুমিল্লার একজন !

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শূন্য পদগুলোতে কারা আসছেন তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে প্রেসিডিয়ামের ফাঁকা পদ নিয়েই দলটির ভেতরে-বাইরে আগ্রহ সবচেয়ে বেশি। একাধিক সূত্রে জানা গেছে, কুমিল্লার প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং মৎস্য ও পশু সম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসতে পারেন। এ ছাড়া, সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের প্রার্থী নির্বাচনেও চমক দেখাতে পারে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২০ অনুচ্ছেদ অনুযায়ী, ‘দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা হবে ১৯ জন। ২০১৯ সালের ২১শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলনে একটি পদ ফাঁকা রেখে সভাপতিমণ্ডলীর ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

এতে নতুন মুখ হিসেবে আসেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। সম্প্রতি মোহাম্মদ নাসিম ও এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আরো দু’টি পদ শূন্য হয়।

আরো পড়ুন