এতিমদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিলো সামাজিক সংগঠন “আলোর মিছিল”

মারুফ আহমেদঃ দেশের ৯০ভাগ মুসলিম মানুষ যখন আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর এর প্রস্তুতি নিতে ব্যাস্থ ঠিক তখনি কুমিল্লার বৃহত্তম একটি সামাজিক সংগঠন “আলোর মিছিল” এর তরুণ সেচ্ছাসেবকরা অসহায়,এতিম ও পথশিশুদের ঈদ বস্ত্র বিতরণ করে ঈদের আনন্দকে সমভাবে ভাগ করে নিলো। সংগঠনটির পক্ষ থেকে এবার রমজানের ঈদে প্রায় ৩০০ জনের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা কাউছার শিহাব বলেন-আলোর মিছিলের বেশিরভাগ সদস্যই শিক্ষার্থী। ক্ষুদ্র ক্ষদ্র্র করে আমাদের নিজেদের জমানো অর্থায়নে সংগঠনটি চলে।সমাজের অসহায় মানুষদের জন্য ভালো কিছু করার ইচ্ছে থেকেই আজকের “আলোর মিছিল”।সংগঠনটির আরেক সদস্য আনোয়ারুল আজিম জানান-সমাজের বখে যাওয়া লোকদেরকেও সব সময় আমরা আলোর পথ দেখানোর চেষ্টা করছি।

উল্লেখ্য,২০১৬ সালে বেশ কয়েকজন উদ্যমী তরুণের হাত ধরে যাত্রা শুরু হয় সেচ্ছাসেবী সংগঠন “আলোর মিছিল” এর।সংগঠনটির মূল উদ্দেশ্য জরুরী প্রয়োজনে সেচ্ছায় বিনামূল্যে রক্তদান করা হলেও প্রতিষ্ঠার পর হতে বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কাজ সম্পাদন করে আসছে।

আরো পড়ুন