করোনা আক্রান্ত সন্দেহে কুমিল্লায় বাড়ি লকডাউন

কুমিল্লা নগরীতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে একটি বাড়ি লকডাউন করা হয়েছে। সোমবার দুপুর ১টায় নগরীর পশ্চিম বাগিচাগাঁও স্টেশন রোডে মুন্সি তোরাব আলী সড়কের ‘ফাতেমা মঞ্জিল’ নামের বাড়িটি লকডাউন করা হয়। একই সঙ্গে ওই বাড়িসহ আশপাশের বাড়িগুলোর মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, ওই বাড়ির একজনের করোনাভাইরাসের লক্ষণ (জ্বর, সর্দি ও কাশি) রয়েছে। রোববার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারি রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) পাঠানো হয়েছে। এরপর সোমবার দুপুরে ওই বাড়িটি লকডাউন করা হয়। আশপাশের বাড়িগুলোতে বসবাসরত বাসিন্দাদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, এখনও রিপোর্ট আসেনি। নমুনার রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন