করোনা প্রভাব: কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে আমদানি-রফতানি সচল

করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের ভিসা বন্ধ করেছে ভারত। তবে ভিসা বন্ধ হলেও দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি সচল রয়েছে।

রোববার (১৫ মার্চ) কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, দুই দেশের মধ্যে পুরোদমেই আমদানি-রফতানির কাজ চলছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লার বিবিরবাজার সীমান্ত এলাকায় সারিবদ্ধ ট্রাক বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে সারিবদ্ধ ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে। স্থলবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খুব সহজেই ভারত-বাংলাদেশে এসব ট্রাক প্রবেশ করছে।

বেশ কয়েকজন ট্রাক চালক বলেন, ‘আমরা প্রতিদিনের মতোই পণ্য আমদানি-রফতানির কাজ করছি। ভিসা বন্ধের কারণে ভারতে মানুষের প্রবেশ নিষিদ্ধ হলেও আমাদের মালামাল আনা-নেয়ায় কোনো সমস্যা হচ্ছে না। বরং আগের চেয়ে এখন কাজে গতি আরও বেড়েছে।’

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিবিরবাজার স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা সুভাষ চন্দ্র মজুমদার।

তিনি জানান, এই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি সচল রয়েছে। করোনাভাইরাসের প্রভাব বিস্তাররোধে ভারতীয় ভিসা বন্ধ করলেও আমদানি-রফতানির ক্ষেত্রে তা শিথিলযোগ্য।

তিনি আরও জানান, ভিসা বন্ধ করা হলেও যেসব বাংলাদেশি ভারতে আটকা পড়েছেন তাদের দেশে ফিরে আসতে কোনো বাধা নেই। আর করোনাভাইরাসের বিস্তাররোধে তারা সচেতন রয়েছেন।

সূত্রঃ বার্তা২৪

আরো পড়ুন