করোনা রোধে দাউদকান্দি বাজারে মেয়র সেইনের ব্যতিক্রম উদ্যোগ

বুধবার রাত ৮ টায় করোনার প্রকোপ থেকে মুক্ত রাখতে দাউদকান্দি পৌরবাজারে বিভিন্ন দোকান, শপিং ও ফার্মেসির সামনে ১ মিটার(৩ ফুট) দুরত্ব রেখে সাদা গোলাকার (বৃত্ত) এঁকে দেন দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন।এতে সাধারণ ভোক্তারা করোনার প্রভাব ও সংক্রমণ থেকে দুরত্ব বজায় রেখে সদাই নিতে পারে।মেয়রের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে সফল আখ্যায়িত ইতিবাচক মন্তব্য করে স্থানীয়রা ফেসবুকে রীতিমত ঝড় তুলছে।

তিনি (মেয়র)বলেন,আমরা একটু সচেতন হলেই কভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পারি, তাই আমি মনে করি বাংলাদেশের প্রতিটি লোকসমাগমস্থানে এমন উদ্যোগ গ্রহন করা হোক। আমরা নিজেরাই সচেতনতার মাধ্যমেই পারি এ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে,নচেৎ সম্ভব নয়। এ সময় সাথে ছিলেন পৌর কাউন্সসিলর সালাউদ্দিন ও কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন।

আরো পড়ুন