কালির বাজারে কৃষক মাঠ দিবসে বক্তারা বর্তমান সরকার কৃষিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছেন

নিজস্ব প্রতিবেদক।। “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। কৃষির উন্নয়নের জন্য সরকার অর্ধেকের চেয়েও বেশি ভর্তুকী দিয়ে কৃষি যন্ত্রপাতি প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন। সরকার কৃষি খাতের উন্নয়নের জন্য নতুন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ কৃষকদের কাছে পৌঁছে দিচ্ছেন। এ সরকারের ধারাবাহিকতায় কৃষিতে বৈপ্লবিক উন্নয়ন ঘটেছে। সরকারের এ মহতী উদ্যোগের সঠিক ব্যবহার করতে হবে। আপনারা বাড়ির আঙ্গিনায় শাক-সবজির চাষাবাদ করবেন এতে করে আমাদের নতুন প্রজন্ম সু-স্বাস্থ্যে অধিকারি হবে।”

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের ভল্লবপুর গ্রামে গতকাল বুধবার (৪সেপ্টেম্বর) কৃষক মাঠ দিবস পালিত হয়। এসময় অত্র ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মাঠ দিবসের আলোচনা সভায় আনন্দপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো.মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো.শহিদুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সেকান্দর আলী,উপজেলা কৃষি অফিসার মো.মশিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মুহাম্মদ মোরশেদ আলম, এসএপিপিও রওসান সুলতানা, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা তামান্নুর আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার খলিলুর রহমান।

আরো পড়ুন