কুবিতে আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধিঃ হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মঈনুল ইসলাম আবিরের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।

এসময় শিক্ষার্থীরা আবিরকে নির্দোষ দাবি করে তার মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন। এসময়ের মধ্যে তাকে মুক্ত না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মামলার তদন্তকারী এসআই নিজের মুখে বলেছেন আবিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাহলে কেনও তাকে আটক করে রাখা হবে।

মানবন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবিরের মুক্তির প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করতে স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, হিন্দু ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে গত ২০ মে মাঈনুল ইসলাম আবিরকে আটক করে পুলিশ। পরে তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

আরো পড়ুন