কুবিতে করোনা মহামারিতে গ্লোবাল মার্কেটিং: সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) করোনা মহামারীতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও গ্লোবাল মার্কেটিং এর সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত। মার্কেটিং বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বুধবার(৭ই অক্টোবর)রাত ৮টা ৩০ এ মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে ওয়েবিনার টি অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগ ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক এর সহযোগী অধ্যাপক সেভেন্ড হোলেনসেন। তিনি এ মহামারীতে সোশ্যাল মিডিয়া যে প্রভাব ফেলেছে এবং মানুষ কিভাবে অনলাইন নির্ভর হয়ে পড়েছে সে বিষয়ে বিশদ আলোচনা করেন।এছাড়াও তিনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান সহ উক্ত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

আরো পড়ুন