কুমিল্লার কৃতি সন্তান কেশব রায় চৌধুরী হলেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ

অতিরিক্ত জেলা ও দায়রা জজ হলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৮৩ জন যুগ্ম জেলা ও দায়রা জজ। পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করীম এ তথ্য জানান।

৮৩ জনের মধ্যে কুমিল্লা জেলা বরুড়া উপজেলার কেশব রায় চৌধুরী একজন। ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হয়েছেন। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলা খোশবাস দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত মাখন লাল চৌধুরী ছেলে।

মি. রায় বর্তমানে বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক এবং ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী।

আরো পড়ুন