কুমিল্লার সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্টঃ কর অঞ্চল কুমিল্লার ৬টি জেলার মোট ৪৯ জন সর্বোচ্চ এবং দীর্ঘ সময়ব্যাপী কর প্রদানকারী সম্মানিত করদাতাদের জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্মাননা প্রদান করা হয়েছে।

কর অঞ্চল কুমিল্লার কুমিল্লা সিটি কর্পোরেশন, ব্রাহ্মণবাড়িয়া, চাদপুর, লক্ষীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সমূহের সম্মানিত করদাতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বুধবার (১৩ নভেম্বর) কুমিল্লা নূরজাহান হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইমরান কবির চৌধূরী, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার, কর অঞ্চল কুমিল্লা এম এম ফজলুল হক।

অনুষ্ঠানে জানানো হয় সিটি কর্পোরেশনে অন্যান্যদের মধ্যে কুমিল্লার সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহা উদ্দীন বাহার। তরুন করদাতাদের মধ্যে উজ্জ্বল কুমার দে, মহিলা করদাতাদের মধ্যে মিজ ফারহানা বেগম সর্বোচ্চ কর প্রদানকারী।

অনুষ্ঠানে আগামী ১৪-১৭ নভেম্বর আয়কর মেলা ২০১৯ উদ্বোধন করা হয়। কর অঞ্চল কুমিল্লায় কান্দিরপাড়স্থ কর ভবন প্রাঙ্গণে ১৪-১৭ নভেম্বর, বাহ্মণবাড়িয়া কার্যালয়ে ১৬-১৯ নভেম্বর, নোয়াখারী বি.আর.ডি.বি হল মিলনায়তনে ১৫-১৮ নভেম্বর, ফেনীতে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ১৫-১৮ নভেম্বর, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ১৬-১৯ নভেম্বর, লক্ষীপুর কার্যালয়ে ১৬-১৯ নভেম্বর মেলার আয়োজন করা হয়েছে।

পাশাপাশি উপজেলা পর্যায়ে চৌদ্দগ্রাম কার্যালয় প্রাঙ্গনে ১৪-১৫ নভেম্বর, চৌমুহনী কার্যালয় বেগমগঞ্জ ১৯-২০ নভেম্বর, আশুগঞ্জ কার্যালয় কালাবাগান ১৯-২০ নভেম্বর, লাকসাম কার্যালয় হাউজিং এষ্টেটে ১৮-১৯ নভেম্বর আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় করদাতাগন ২০১৯-২০ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। নতুন নিবদ্ধন করতে পারবেন।

আরো পড়ুন