কুমিল্লার ১০২ মাদক ব্যবসায়ীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায়

ডেস্ক রিপোর্টঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে মাদক ব্যবসায়ীদের যে তালিকা করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাতে কুমিল্লা জেলার ১০২ জন পাইকারি ও খুচরা মাদক বিক্রেতার নাম রয়েছে। সেই তালিকা ধরে চলছে মাদকবিরোধী অভিযান। এ তালিকায় তাদের নাম রয়েছে যাদের বিরুদ্ধে ইতিপূর্বের মাদক মামলা রয়েছে। তবে তালিকায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে শীর্ষ অনেক ব্যবসায়ীর নাম নেই। নেই গডফাদারদের নামও।

তবে পুলিশ বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার পাশাপাশি মাদক মামলায় কোয়ালিটি দেখে মাদকবিরোধী অভিযান চলছে। তাছাড়া পুলিশের একটি নিজস্ব তালিকাও রয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন- কোতয়ালি মডেল থানা:
কুমিল্লার শুভপুর মাস্টার ভিলার রমজান মিয়ার ছেলে আমিনুল ইসলাম ওরফে একরাম (২৬), শাসনগাছার মো: সুজনের স্ত্রী রুপিয়া খাতুন মালু (৩৫), নিশ্চিন্তপুরের মৃত সুরুজ আলীর ছেলে কাদের মিয়া, জালুয়াপড়ার খোকন মিয়ার ছেলে মো: সোহেল মিয়া (৩৫), শাহপুরের নুরু মিয়ার ছেলে সুমন মিয়া (২৫), শাহপুরের বিষ্ণুপুরের মৃত সাজু মিয়ার ছেলে মো: মন্টু মিয়া (৩২), বাড়ইপুরের আলকাস মিয়ার ছেলে হারেস মিয়া (২৭), কেরানীনগরের মফিজ মিয়ার ছেলে মিঠু মিয়া (৩০), কটকবাজারের আবু তাহেরের ছেলে বিল্লাল হোসেন (৩৮), রাজমঙ্গলপুরের মৃত হিরন মিস্ত্রির ছেলে কামাল হোসেন (৩৫), রাজমঙ্গলপুরের এবাদুল হকের ছেলে খোকন মিস্ত্রি, রাজমঙ্গলপুরের মৃত মোসলেম আলীর ছেলে জুয়েল আলী, অরণ্যপুরের মৃত আয়েত আলীর ছেলে শহিদ আলী (২৮), গাজীপুরের মৃত জানু মিয়ার ছেলে এমরান হোসেন (২৫), গাজীপুরের মো: আকবর আলীর ছেলে মো: মামুন মিয়া (৩০), শাহপুরের আ: আবিদ আলীর ছেলে কামার হোসেন (৩০), শাহাপুরের আবদুল মালেকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৬), শাহাপুরের টুক্কু মিয়ার ছেলে মনির ইসলাম (৩২), শাহপুরের তারু মিয়ার ছেলে শহিদ আলী।

সদর দক্ষিণ থানা:
সুয়াগঞ্জের ওলাইনের মৃত আদম আলীর ছেলে মো: নুরুল হক (৪৫), বালুরচরের একবালিয়া গ্রামের মৃত মানজ মিয়ার ছেলে এনা মিয়া (৪৫), মৃত বাদশা মিয়ার ছেলে শহিদুল ইসলাম শুভ (৩০), সোনাইছড়ির শাহপুরের মৃত ছিদ্দিক রহমানের ছেলে মো: শফিক মিয়া (৩৫), একবালিয়া গ্রামের মো: আবুল মিয়ার ছেলে মাইকেল হোসেন (২৯), বালুরচার মুড়াপাড়ার সুলতান হোসেনের ছেলে আবুল হোসেন (৩৯), বালুরচরের কৃষ্ণপুরের মৃত শফিকুল ইসলামের ছেলে আবদুল হান্নান (৩৮), কমলপুরের বিরাহীমপুরের আবদুল লতিফের ছেলে জাকির হোসেন (৩৬), বিরাহীমপুরের মৃত হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম (৪২), রাজেশপুরের মৃত মন্তর আলীর ছেলে স্বপন মিয়া (৩১), মথুরাপুর উত্তরপাড়ার মৃত কালা মিয়ার ছেলে মিজান মিয়া, জয়নগরের হারুন অর রশিদের ছেলে জামাল হোসেন।

বুড়িচং থানা:
চরানলের মৃত সুলতান আহমদের ছেলে হুমায়ূন মেম্বার, বারেশ্বরের মৃত টিটন মিয়ার ছেলে জামাল হোসেন (৩০), জঙ্গলবাড়ির আবদুস সাত্তারের ছেলে আবদুর রহমান, আনন্দপুরের মো: আবুল কাশেম, আনন্দপুরের নুরু মিয়ার ছেলে জাহাঙ্গীর, জামতলার আবদুল আজিজের ছেলে আইয়ুব খান, আনন্দপুরের জারু মিয়ার ছেলে আবদুল হান্নান, পূর্ব আনন্দপুরের মুসলিম উদ্দিন ছেলে ফারুক হোসেন, চরানলের মৃত মাঈনুদ্দিনের ছেলে মহিসন আলী, চরনালের মৃত সবল মিয়ার ছেলে মো: কাওছার, চরনালের আবদুল আজিজের ছেলে মো: হারুন, গিলাতলার দক্ষিণগ্রামের আলী আশরাফের ছেলে মো: কালাম, মীরপুরের কনু মিয়ার ছেলে খোরশেদ আলম, ভবের মোড়ার মৃত হাসান মিয়ার ছেলে মো: সেলিম, ভবের মোড়ার রবিউল হোসেনের ছেলে মো: রাব্বী।

ব্রাক্ষণপাড়া থানা:
শশীদল উত্তরপাড়ার আবদুল মতিনের ছেলে রুহুল আমিন, শশীদল উত্তর পাড়ার মৃত আবদুল হাকিমের ছেলে শাহ আলম, দক্ষিণ তেতাভূমির দুলুমিয়ার ছেলে সাদ্দাম হোসেন, উত্তর তেতাভূমির কাশেম আলীর ছেলে আকবর, নরায়ণপুরর ফজল আলীর ছেলে মো: ঈমান আলী, নারায়ণপুরের মৃত জয়নাল আবেদীনের ছেলে আশরাফ আলী, নাইঘরের করিম উদ্দিনের ছেলে মোখলেছ উদ্দিন, দক্ষিণ তেতাভূমির লাল মিয়ার ছেলে কাওসার আলী, গঙ্গানগরের নুরুল ইসলামের ছেলে আবদুল কাদের, গঙ্গানগরের তৈয়ব আলীর ছেলে উজ্জল মিয়া, আনোয়ার হোসেন, গঙ্গানগরের মজনু মিয়ার ছেলে আনোয়ার হোসেন, নারায়ণপুরের মৃত আবদুল আজিজের ছেলে মো: ফরিদ, দক্ষিণ শশীদলের মানিক মিয়ার ছেলে জাকির হোসেন তুহিন, গঙ্গানগর পূর্ব পাড়ার নিজাম মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (৩৭)।

চৌদ্দগ্রাম থানা:
রামরাই গাজীপাড়ার মৃত আলী আহমদের ছেলে নূর আলম (৩৫), নোয়াবাজারের জামালপুরের আলী আকবরের ছেলে মোস্তফা মিয়া (৪৫), কালীকৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৭), কালীকৃষ্ণনগর গ্রামের আবদুল মজিদের ছেলে কামাল হোসেন (৩৫), শিবপুরের আলী নেওয়াজের ছেলে ইয়াকুব আলী (২৫), রাজেন্দ্রপুরের সাদ্দাম হোসেন (৩২) (বন্ধুকযুদ্ধে নিহত), কালীকৃষ্ণপুরের আবুল হোসেনের ছেলে মোতালেব হোসেন (২৮), দক্ষিণ কাইছুটির বাহার উদ্দিন, দক্ষিণ কাইছুটি গ্রামের আবদুল মালেকের ছেলে মো: ফারুক (২৫), দক্ষিণ কাইছুটি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো: রফিক (৩১), সোনাইচা গ্রামের দেলু মোল্লার ছেলে মো: আকবর (২৮), সাতঘরিয়ার মৃত আবদুল করিমের ছেলে মো: শাহজালাল (৩৪), ঘোলপাশার মতিয়াতলী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মো: মাসুদ (২৬), নোয়াপুরের সিরাজ আলীর ছেলে মো: জসিম উদ্দিন, রাজেন্দ্রপুরে আবুল কাশেমের ছেলে বাবুল মিয়া (৩৮), শালুকিয়ার জুলফু মিয়ার ছেলে রুকু মিয়া (৪৬), ইশাচন্দ্র নগরের বজলুর ছেলে খলিল মিয়া (৪৫), ঘোলপাশা রাঙ্গামাটিয়া গ্রামের তাজুল মিয়ার ছেলে তোতা মিয়া (৪০), গোমার বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে মো: মঈন আলী (৩০), রামরয় গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে মো: শাহাবুদ্দিন (৩৫), রামচন্দ্রপুরের মৃত আ: হামিদের ছেলে মো: মোর্শেদ আলী (৫২), রামচন্দ্রপুরের হোসেন আলীর ছেলে ইমান আলী (৫২), ধানমুড়ি গ্রামের আবদুল হামিদের ছেলে মকবুল মিয়া (৪৫), গোমারবাড়ির মৃত আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), ধানমুড়ির আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া, গোমাবাড়ির কাজল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮), বাতিশা দূর্গাপুরের রফিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২), বসন্তপুরের মো: এরশাদের ছেলে দেলোয়ার হোসেন (৩৪), আনন্দপুরের মৃত লাতু মজুমদারের ছেলে ইদ্রিস মিয়া (২৮)।

মুরাদনগর থানা:
পাঁচ পুকুরিয়া ফকিরপাড়ার মৃত আবদুল খালেকের ছেলে রবিন (২০)।

আরো পড়ুন