কুমিল্লায় ঈদযাত্রা নিরাপদ করতে সড়কে পুলিশের কুইক রেসপন্স টিম

ডেস্ক রিপোর্টঃ এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে কুমিল্লা রিজিয়নে হাইওয়ে পুলিশের নতুন সংযোজন করা হয়েছে হাইওয়ে পুলিশের বিশেষায়িত কুইক রেসপন্স টিম ও আর এফ আই ডি স্কেনার মেশিন।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজার জেলার শাহাপুরী দ্বীপ পর্যন্ত ৩২৭ কিলোমিটার ও কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কের সুলতানপুর পর্যন্ত ৬৩ কিলোমিটার সড়ক এবং কুমিল্লা রিজিয়নের আওতাধীন চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটির জেলাসমূহের ২২৮ কিলোমিটার আঞ্চলিক সড়ক পথে নিয়োজিত থাকবে পুলিশের ৭২৬ সদস্য।

কুমিল্লা রিজিয়নে হাইওয়ের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীদের ঘরে ফেরা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে কক্সবাজার জেলার শাহপরীর দ্বীপ পর্যন্ত ৩২৭ কিলোমিটার ও কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কের কুমিল্লা থেকে ওই সড়কের সুলতানপুর পর্যন্ত ৬৩ কিলোমিটার সড়ক এবং কুমিল্লা রিজিয়নের আওতাধিত চাঁদপুর, ফেণী, লক্ষ্মীপুর, নোয়াখালী, বান্দরবান, রাঙ্গামাটির জেলাসমূহের ২২৮ কিলোমিটার আঞ্চলিক সড়ক পথে হাইওয়ে পুলিশের ২৫টি মোবাইল টিম গঠন করা হয়েছে।

আরো পড়ুন