কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ১১টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন প্রার্থীরা।

বুধবার সকাল থেকে কুমিল্লায় জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের কাছে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। পরে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান।

একই সময় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রাক্তন আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এবং কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মনোনয়নপত্র জমা দেন।

কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।

কুমিল্লা-৮ আসনে মহাজোট থেকে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলন ও আওয়ামী লীগের প্রাক্তন সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী (নজরুল)।

এদিকে, বিএনপি দলীয় প্রার্থী কুমিল্লা-১ আসনে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৬ আসনে প্রাক্তন এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিনসহ জেলার ১১টি আসনের বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের সাথে অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন