কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, আজ আক্রান্ত ১১৬

কুমিল্লায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। এর মধ্যে কুমিল্লা সিটি ও চৌদ্দগ্রামে রয়েছে ২২ জন করে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৯০ জনে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির ফোকাল পার্সন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূূত্রে জানা গেছে, জেলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৪৯৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ১০ হাজার ১০ জনের। প্রাপ্ত রিপোর্টের মধ্যে পজিটিভ এসেছে ১ হাজার ৩৯০ জনের।

শুক্রবার নতুন করে আক্রান্ত ১১৬ জনের মধ্যে চান্দিনা- ৫, হোমনা- ২, দাউদকান্দি- ১১, লাকসাম- ১৪, চৌদ্দগ্রাম- ২২, দেবিদ্বার- ১৩, বুড়িচং- ৯, বরুড়া- ৩, সদর দক্ষিণ- ৬, ব্রাহ্মণপাড়া- ৩, মেঘনা- ৩, মুরাদনগর- ২, লালমাই- ১, সিটি করপোরেশন- ২২ জন রয়েছে।

আজকে নতুন করে মৃত্যুবরণ করেছে ২ জন। জেলায় মোট মৃত্যু ৪০ জন। সর্বমোট সুস্থ হয়েছে ১৯৪ জন।

আরো পড়ুন