কুমিল্লায় কেন্দ্রিয় বাস টার্মিনাল এর পূন:নির্মাণ কাজের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,কুমিল্লার বাস টার্মিনালগুলো হবে পরিবহন মালিক-শ্রমিকদের জায়গা। এখানে কোন চাঁদাবাজদের স্থান হবে না। কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালকে সর্বাধুনিক বাস টার্মিনাল হিসেবে গড়ে তুলা হবে। প্রয়োজনে আরো জমি অধিগ্রহণ করে আয়তন বাড়ানো হবে। মালিক-শ্রমিক ও যাত্রীদের সকল সুবিধা নিশ্চিত করতে পরিকল্পনা মাপিক কাজ করা হবে।

তিনি আরো বলেন, বিগত ১০ বছর কুমিল্লায় কোন চাঁদাবাজি নেই। কুমিল্লার মানুষ এখন শান্তিতে ঘুমায়। চাঁদাবাজি, ইভটিজিং ও মাদকের বিষয়ে কোন আপোষ নেই। এই শান্তির নগরী কুমিল্লায় শান্তি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বূধবার সকালে নগরীর জাঙ্গালীয়ায় কুমিল্লায় কেন্দ্রিয় বাস টার্মিনাল এর পূন:নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য হাজী বাহার এমপি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের তত্বাবধানে প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে নগরীর জাঙ্গালীয়ায় কুমিল্লায় কেন্দ্রিয় বাস টার্মিনাল এর পূন:নির্মাণ কাজের গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু । স্থানীয় ২১ নং ওয়ার্ডের সিটি কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, জেলা পরিবহন মালিক গ্রপের কার্যকর সভাপতি আলহাজ্ব আবদুল হক, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, টার্মিনালের ইজারাদার ইকরামুজ্বামান চৌধুরী শামীম, পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী মোতাহের হোসেন, জেলা পরিবহন মালিক গ্রপের মহা সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে মালিক-শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন, বাস টার্মিনালটি নানা সমস্যায় জর্জরিত। জায়গা বর্ধিত করতে হবে। নিরাপত্তা বেষ্টনী তৈরী করতে হবে।বর্ষার জলাবদ্ধতা দূরিকরণে কার্যক্রম পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বাস টার্মিনালকে সিএনজি-অটোরিক্সা মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এবং বিশেষ অতিথি মেয়র মনিরুল হক সাক্কু তাদের বক্তব্যে এসব সমস্যা সমাধানে ক্রমন্বয়ে প্রদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

আরো পড়ুন