কুমিল্লায় খালেদার মুক্তির দাবিতে আইনজীবিদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্ণীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫বছরের সাজার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কুমিল্লা ইউনিট।

রবিবার দুপুরে কুমিল্লা জেলা আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কুমিল্লা ইউনিটের সভাপতি এ্যাডভোকেট নাজমুস সাদাত, সাধারন সম্পাদক এ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, যেখানে দেশে হলমার্কস কেলেংকারীসহ, রাষ্ট্রায়ত্ব ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে সেখানে ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সনকে মাত্রা ২কোটি টাকার একটি মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। দেশের মানুষ এরায়কে প্রত্যাখ্যান করেছে। বিরোধী শক্তিকে নির্মূল করতেই বেগম জিয়ার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সরকারের নির্দেশে এই সাজা দেয়া হয়েছে।

জেলকোড অনুযায়ী বেগম জিয়ার ডিভিশন দেয়ার দাবি জানান বক্তারা। আগামী ১৫ফেব্রুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ কর্মসূচি চালানোর ঘোষনা দেন।

আরো পড়ুন