কুমিল্লায় গুলিবিদ্ধ যুবদল কর্মীর ঢাকায় মৃত্যু

মো.জাকির হোসেনঃ কুমিল্লা-০৮ বরুড়ায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ সাখাওয়াত নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরে রাত ১০টার দিকে নিহতের মরদেহ গ্রামের বাড়ি আড্ডায় নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবার সকালে আড্ডা ডিগ্রি কলেজ মাঠে নিহতের নামাজে জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য গত শনিবার (২৯ ডিসেম্বর) ভোটের আগের দিন রাতে আড্ডা ডিগ্রি কলেজ ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে সাখাওয়াতসহ ৪ যুবক গুলিবিব্ধ হয়ে আহত হয়েছিল।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ভোটের আগের দিন রাত জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদেও মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে। এতে যুবদল কর্মী সাখাওয়াত হোসেন (৩২), দিদার (৩০), নুরুজ্জামান (২৮) ও নাহিদ (১৮) গুলিবিদ্ধ হয়। তাদেরকে আশংকাজনক অবস্থায় প্রথমে কুমেক হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করার পর সোমবার চিকিৎসাধীন অবস্থায় শাখাওয়াতের মৃত্যু হয়। নিহত সাখায়াত বরুড়া উপজেলার পূর্ব-আড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে। নিহতের আত্বীয় সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর সোমবার রাত ১০টার দিকে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় আড্ডা ডিগ্রি কলেজ মাঠে শাখাওয়াতের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।রাত সাড়ে ১০টায় মুঠো ফোনে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাহমুদ জানান, সাখাওয়াত নিহতের বিষয়টি স্থানীয়ভাবে জানতে পেরেছি, এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

আরো পড়ুন