কুমিল্লায় গোমতী নদী থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় পুরাতন গোমতী নদীর ব্রিজের নিচ থেকে শুদ্ধ বিকাশ চাকমা ওরফে অমৃত নন্দ ভিক্ষু (৭০) নামের এক বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করেছে ছত্রখিল ফাঁড়ি পুলিশ।

রবিবার (২৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে কুমিল্লার বানাসুয়া এলাকার গোমতি নদীর ব্রিজের নিচের পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে ছত্রখিল ফাঁড়ির পুলিশ।

নিহত শুদ্ধ বিকাশ চাকমা প্রকাশ্যে অমৃত নন্দ ভিক্ষু খাগড়াছড়ি জেলার সদর উপজেলার বিচিতলা গ্রামের ভারত চন্দ্র চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তাঁর এক ভক্তের বাসায় যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, ‘তিনি হয়তো পড়ে গিয়ে পাথরে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেছেন। তার কোমড়ের ব্যাগে ১ লক্ষ ৭০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া গেছে।’

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি বাবু অশোক বড়ুয়া জানান, ‘হয়তো তিনি পড়ে মারা গেছেন। অন্য কিছু হলে তার সাথে থাকা টাকা, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া যেতো না।’

আরো পড়ুন