কুমিল্লায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোনে বিশেষায়িত শিশু ফিরে পেল বাবাকে

মো.জাকির হোসেনঃ জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনের মাধ্যমে পুলিশের সহয়তায় বিশেষায়িত এক শিশু ফিরে পেলো তার অভিভাবককে। গতকাল ১৮ ডিসেম্বর রাত পৌনে ১১ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম কেছকিমুড়া নামক স্থান হতে ছেলেটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন চৌদ্দগ্রাম থানার পুলিশ।

জানা যায়, নাঙ্গলকোট উপজেলার মালনচর এলাকার মজিবুল হক মিজানের ছেলে বুদ্ধিপ্রতিবন্ধি রবিউল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায় নি। রবিউল বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় সে বাড়ির রাস্তা ভুলে যায়। গত ১৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়। রবিউল আর বাড়ি না ফেরায় বাবা মজিবুল হক মিজান ৯৯৯ এ ফোন করেন।

পরবর্তীতে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ এর নির্দেশনায় এসআই আরিফ ও এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী রোড সংলগ্ন কেছকিমুড়া নামক স্থান থেকে ১৬ বছরের মানসিক প্রতিবন্ধি রবিউলকে উদ্ধার করে। পরে থানায় প্রাথমিক সেবা শশ্রুষার পরে বাবা মজিবুল হক মিজানের হাতে রবিউলকে তোলে দেয় চৌদ্দগ্রাম থানার পুলিশ।

আরো পড়ুন