কুমিল্লায় দেড় ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রী’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লায় স্বামীর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীন হওয়ার খবর শুনে হার্টষ্ট্রোকে আক্রান্ত হয়ে স্ত্রী’র মৃত্যুর ঘটনা ঘটেছে। স্ত্রীর মৃত্যুর মাত্র দেড় ঘন্টা পর স্বামীও মৃত্যুবরণ করেন। রহস্যজনক এ ঘটনাটি ঘটেছে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবং আশেপাশের এলাকা থেকে ওই বাড়িতে উৎসুক জনতা ঘটনাটি জানতে ভিড় করছে।

পরিবার সূত্রে জানা যায়, কাদঘর গ্রামের হাজী টুকু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় ছেলের কর্মস্থল কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি ছিল। গত বুধবার (১০ জানুয়ারী) সিএমএইচ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, টুকু মিয়ার পরিস্থিতি খুব খারাপ। বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীন।

স্বামীর এই পরিস্থিতি শুনে তাৎক্ষনিক হার্টস্ট্রোকে আক্রান্ত হন স্ত্রী হালিমা বেগম (৬৫)। এসময় পরিবারের সদস্যরা তাৎক্ষনিক চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা হালিমা বেগমের মৃত্যু নিশ্চিত করেন।

এদিকে স্ত্রীর মৃত্যুর ১.৩০ মিনিট পর পরই স্বামী টুকু মিয়াও মৃত্যুবরণ করেন কুমিল্লা সিএমএইচ হাসপাতালে। হাজী টুকু মিয়া ও হালিমা বেগম দম্পত্তি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। নিহতের চাচাত ভাই ডাঃ রফিক জানান, গত বৃহস্পতিবার রাত ৮.২৫ মিনিটে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

আরো পড়ুন