কুমিল্লায় নির্মাণ হবে আধুনিক শিশুপার্ক

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা হাউজিং এস্টেটে বিনোদনের জন্য সহসাই আধুনিক একটি শিশুপার্ক নির্মাণ করা হবে। এছাড়া এ হাউজিং এস্টেটের আমদীঘি, জামদীঘি ও লাউয়াদীঘির পাড় সংরক্ষণ করে ওয়াকওয়ে নির্মাণের কার্যক্রমও হাতে নেয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর হাউজিং এস্টেটে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম এসব কথা বলেন। পরে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক দেওয়ান মওদুদুর রহমান, সিলেট ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মঈনুল হক মোতাইদ, কুমিল্লা উপবিভাগের প্রকৌশলী রেজাউন নবী টিপু, উপসহকারী প্রকৌশলী রিদুয়ার হোসেন, কামাল হোসেন, স্থানীয় সিটি কাউন্সিলর আফসান মিয়া ও শিক্ষানুরাগী এমএ হামিদ মাসুক প্রমুখ।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী রেজাউন নবী টিপু জানান, ষাটের দশকে বাস্তবায়িত কুমিল্লা হাউজিং এস্টেট এলাকার আধুনিকায়নে রাস্তাঘাট ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।

আরো পড়ুন