কুমিল্লায় পায়ূপথে ইয়াবা পাচারকালে ১৪০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

মো. জাকির হোসেনঃ পায়ূপথে ইয়াবাপাচার কালে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ্ েকুমিল্লার বুড়িচংয়ের দেবপুর ফাঁড়ী পুলিশ। গতকাল শনিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চিলিক মহাসড়কের দেবপুর এলাকা থেকে ইয়াবাসহ ইসমাইল (২৮) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, মাদক ও চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল শনিবার সকাল ৭ টায় বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফাঁড়ীর সামনে রাস্তায় চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। পুলিশের চেকপোষ্ট দেখে একটি যুবক বাস থেকে নেমে পায়ে হেটে চেকপোস্ট এলাকা অতিক্রম কালে পুলিশ ওই যুবক’কে আটক করে। এসময় পুলিশ যুবকটির নাম, ঠিকানা ও বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাস করলে সে এলোমেলো কথা বলতে থাকে। এতে পুলিশ তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তাঁর পুরো নাম মোঃ ইসমাইল (২৮), সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাতঘরিয়া পাড়া (পশ্চিম), মধ্যম হৃীলা এলাকার আবু সুফিয়ানের ছেলে। সে কক্সবাজার জেলার টেকনাফ হতে কিশোরগঞ্জের ভৈরবে যাচ্ছিল। দেবপুর পুলিশ ফাঁড়ীর সামনে পুলিশের চেকপোস্ট দেখে দেবপুর বাজারে বাস থেকে নেমে পায়ে হেটে চেকপোস্ট পার হয়ে অন্য একটি গাড়ীতে করে ভৈরবে যাবে এবং সে আরো জানায় তাহার পায়ু পথে ভিতর ইয়াবা ট্যাবলেট আছে। পরে পুলিশ ফাঁড়ীতে এসে মোঃ ইসমাইলকে দেবপুর ফাঁড়ীর কম্পাউন্ডে এনে তার পায়ুপথ রাখা বিশেষ কায়দায় সাদা রংয়ের পলিথিন বের করে। পলিথিন খুলে ভিতরে সর্বমোট ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৯(খ)/২৫ ধারার বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছে।

আরো পড়ুন