কুমিল্লায় প্রার্থীদের সাথে রিটার্নিং কর্মকর্তার মতবিনিময়

ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলার সকল আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আলোচনা সভা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীর।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল ফজল মীরের সভাপতিত্বে জেলার ১১টি আসনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দল ও স্বতন্ত্র ৮৪ জন প্রার্থী ও তাদের প্রতিনিধিগণ আলোচনা সভায় অংশ নেন। এ সময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ বিজিবি, র‌্যাব ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রাক্তন ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ, মেজর জেনালের (অব.) সুবিধ আলী ভূইয়াসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আহ্বান জানান প্রার্থীরা।

জেলা রিটার্নিং কর্মকর্তা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন