কুমিল্লায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতীয় আয়কর দিবস পালিত

ডেস্ক রিপোর্টঃ ৩০ নভেম্বর শনিবার যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় জাতীয় আয়কর দিবস পালন করেছে কর অঞ্চল কুমিল্লা।

দিবসটি উপলক্ষে সকালে কান্দিরপাড় কর ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর অঞ্চল কুমিল্লা অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কর অঞ্চল কুমিল্লার পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোঃ মাহমুদুল হাছান ভূঁইয়া, পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোহাম্মদ শাহ আলম, পরিদর্শী যুগ্ম কর কমিশনার মোঃ শাহাদাত হোসেন ও কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইরফানুল হাসান। আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন কর অঞ্চল কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার সাধন কুমার রায়। শোভাযাত্রাটি নগরীর নজরুল এভিনিউ সড়ক, কান্দিরপাড় পূবালী চত্বর ঘুরে পুনরায় কর ভবনে এসে শেষ হয়। শোভাযাত্রাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় কর অঞ্চল কুমিল্লার আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর জেলার কর কর্মকর্তা- কর্মচারী, কর আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ ছাড়াও আইসিএমএবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন