কুমিল্লায় ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান

ডেস্ক রিপোর্টঃ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ১০৭টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩১ মার্চ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে। আর তাই ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের আহ্বান করা হয়।

এমনি একটি ঘটনা ঘটেছে কুমিল্লার মেঘনা উপজেলে পরিষদ নির্বাচনে। এদিন উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে সকাল সাড়ে ৯টায় এ আহ্বান জানানো হয়।

এ সময় মাইকে এ বলা হয়, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান। এদিকে মুগারচর কেন্দ্রে এসে বেলা ১০ টায় দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই। কেন্দ্রের ভোটারের খালি সারিতে এক শিশু মনের আনন্দে লাঠিম খেলছে।

এদিকে সকালে এ কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, এ কেন্দ্র নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করছে।

আরো পড়ুন