কুমিল্লায় ভোট পেতে বিএনপি প্রার্থীর অভিনব কৌশল

ডেস্ক রিপোর্টঃ গণসংযোগ করতে গিয়ে কৃষকদের সাথে ধান মাড়াইয়ের কাজে নেমে পড়লেন কুমিল্লা-৬ (সদর-মহানগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

সোমবার দুপুর ১২টার দিকে নগরীর ২৪ নং ওয়ার্ড এলাকায় প্রচারণায় গিয়ে ধান মাড়াইরত কয়েকজন শ্রমিককে দেখতে পেয়ে তাদের সাথে মাড়াইয়ে শামিল হন হাজী ইয়াছিন।

কৃষকদের সাথে মাঠে নেমে বিএনপি প্রার্থীর ধান মাড়াইয়ের বিষয়টি ক্ষণিকেই ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে।

সাবেক এমপি ও আগামী নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের এমন উষ্ণ সান্নিধ্য পেয়ে আপ্লুত সেখানকার কৃষকরা।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন সোমবার বেলার ১২টার দিকে নগরীর ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি, সালমানপুরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এসময় সালমানপুর এলাকায় কৃষিজমিতে কয়েকজন শ্রমিককে ধান মাড়াইয়ে দেখতে পেয়ে নেতা-কর্মীসহ ছুটে যান সেখানে।

শ্রমিকদের সাথে কুশল বিনিময় করতে করতে হুট করেই ধানের গোছা হাতে নিয়ে উঠে পড়েন মেশিনে। প্যাডেলে চেপে চেপে দক্ষ কৃষকের মতোই ছড়াতে থাকেন পাকা ধান।

মাঠে কৃষকদের সাথে হাজী ইয়াছিন প্রায় ১০ মিনিট ধান মাড়াই করেন বলে জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক একরামুল হক রাসেল।

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর যুবদলের সহ সভাপতি খলিলুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আলহাজ্ব হুমায়ূন কবির মুনশীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্রঃ পরিবর্তন

আরো পড়ুন