কুমিল্লায় মেসার্স মিয়ামী প্লাষ্টিকে র‌্যাবের অভিযান, পাঁচ লক্ষ টাকা জরিমানা

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লারএকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড় আলমপুর এলাকায় “মেসার্স মিয়ামী প্লাষ্টিক” নামক একটি কারখানাতে অভিযান চালিয়ে ৩০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনসহ ১জনকে গ্রেফতার করে।

র‌্যাব কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব এ দিন বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা নিশ্চিত করেন।

র‌্যাব কুমিল্লা জানায়, গোপন সংবাদের খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহজাহান মিয়া (৪০), পিতা- হাজী নবী নেওয়াজ, সাং- বড় আলমপুর, থানা- কোতয়ালি, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয় এবং উক্ত কারখানা থেকে মোট ৩০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

এ সময়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনি রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে “মেসার্স মিয়ামী প্লাষ্টিক”কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন