কুমিল্লায় ল্যাব এইড ও আল শেফা হাসপাতাল বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার সিভিল সার্জন ডাক্তার মোঃ মজিবুর রহমান আকস্মিক পরিদর্শেন আসেন মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

গত ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি মেঘনার বেসরকারী ল্যাবএইড জেনারেল হাসপাতাল, আল শেফা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক এবং মেঘনা জেনারেল হাসপাতাল এন্ড ইমাজিন সেন্টার পরিদর্শন করেন।

বেসরকারী হাসপাতালগুলো পরিদর্শনকালে ল্যাবএইড ও আল শেফা হাসপাতালের নানাহ অবব্যস্থাপনা এবং ডিউটি ডাক্তার না থাকায় সাময়িক ভাবে বন্ধ করে দেন।

অন্যদিকে মেঘনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সেবার মান ও ডিউটি ডাক্তারকে উপস্হিত দেখে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তিনি রোগিদের সাথেও কথা বলেন রোগিদের কথা শুনে তিনি খুশি হন বলে কর্তৃপ জানান এবং দায়িত্বরত ডাক্তার দ্বিনেশ চন্দ্র দেবনাথের কাছ থেকে গরীব রোগি ও মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়ার কথা শুনে হাসপাতাল কর্তৃপকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো পড়ুন