কুমিল্লায় শুরু হয়েছে সমরাস্ত্র প্রদর্শনী

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় শুরু হয়েছে “সমরাস্ত্র প্রদর্শণী-২০১৯”। ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে আশ্রাফপুর পুরাতন বিমান বন্দরে এই সমরাস্ত্র প্রদর্শণীর উদ্বোধন করেন কুমিল্লা ময়নামতি সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার আহাম্মদ তাবরেজ শামস্ চৌধুরী।

এসময় স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার নাহিদ, ১০১ বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার আতিকুর রহমান, কর্নেল ষ্টাফ কর্ণেল আবেদিন সহ বিভিন্ন পর্যায়ের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা জেলাপ্রশাসক মোঃ আবুল ফজল মীর, বেপজার জিএম হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জন সাধারনের জন্য উন্মুক্ত এই প্রদর্শণীটি ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে। প্রদর্শণীতে সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র, সরঞ্জাম ছাড়াও বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ডের পরিচিতি বিষয়ক ষ্টল রয়েছে।

আরো পড়ুন