কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া পল্লীর কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্টঃ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লীর। টিক্কাচর ব্রীজ সংলগ্ন শুভপুর এলাকায় কুমিল্লা গোমতী নদীর পাড়ে বিশাল এলাকা নিয়ে নির্মিত হচ্ছে শেখ কামাল ক্রীড়া পল্লী।

কুমিল্লা স্টেডিয়ামের বাইরে খেলাধুলার জন্য বিকল্প মাঠ ও খেলোয়াড়দের নিয়োমিত অনুশীলনের জন্য কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের উদ্যোগে গোমতী নদীর তীরে নির্মিত হচ্ছে বিকল্প ফুটবল-ক্রিকেট মাঠ ও ক্রীড়া পল্লী।

সোমবার দুপুরে ক্রীড়া পল্লী এলাকায় নাম ফলক স্থাপন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এখানে সারা বছর স্কুল ক্রিকেট, স্কুল ফুটবল, হকি, ভলিবল, হাডুডুসহ সব খেলাধুলা হবে।

নাম ফলক স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ মাহাবুবুল আলম চপল, সদস্য মোজাহার হোসেন সেন্টু, ফটবলার মাহাবুব আলম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, আম্পয়ার কাজী শামিম, কানাই দাস, ক্রিকেট কমিটির সদস্য জাবেদ হাশমি, ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস প্রমুখ

আরো পড়ুন