কুমিল্লায় সমাজকন্ঠ পত্রিকা আয়োজিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল শনিবার দুপুরে সমাজকন্ঠ পত্রিকা’র কার্যালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় শাহ আলম শফি-কে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা বন্ধ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া খুলে দেয়ার দাবী জানান।

সমাজকন্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সেবা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও জয়যাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহীন মীর্জা, অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক সীমান্তসংবাদ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক টেলিফোন সম্পাদক আবুল হাসেম, আর্ট ও নাসিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম, দৈনিক কুমিল্লার আলো’র ষ্টাফ রিপোর্টার ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সমন্বয়ক মনিরুল হক, দিপ্ত টিভি’র কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লা, দৈনিক বাংলাদেশ সময়’এর কুমিল্লা ব্যুারো চীফ মাহবুব কবির, সিএফইউজে’র সহসভাপতি শহীদুল্লাহ মিয়াজী, দৈনিক রুদ্রবাংলার নির্বাহী সম্পাদক ফারুকুল ইসলাম, দৈনিক পূবাশা’র বার্তা সম্পাদক ও দৈনিক ট্রাইবুন্যাল কুমিল্লা ব্যুারো চীফ এইচ এম মহিউদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি কেফায়েত উল্লাহ, ময়নামতি নিউজ২৪ ডট কম এর সম্পাদক এস এম মনির, সাপ্তাহিক আমাদের অধিকার বার্তা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, দৈনিক অর্থনীতির কাগজ প্রতিনিধি দেলোয়ার, দৈনিক আজকের কুমিল্লা বরুড়া প্রতিনিধি ও আলোকিত দেশ২৪ ডট কম এর সম্পাদক মোঃ আবদুল আজিজ, দৈনিক আজকের কুমিল্লা সদর দক্ষিণ প্রতিনিধি রকিবুল হাসান রকি, সমাজকন্ঠ লালমাই প্রতিনিধি রেহান উদ্দিন, সোহেল আহমেদ ও আবুল কাসেম প্রমুখ।

বক্তারা সাহসীকতার সাথে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে কলম যুদ্ধ চালিয়ে যাওয়ার আহবান জানান। সকল সাংাদিকদেরকে রাজনীতিবিদদের তোষামোদ না করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা, দেশ মাটি মানুষের কল্যানে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের আমলে বন্ধ করে দেয়া দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভিসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া খুলে দেয়ার দাবী জানিয়ে বিএফইউজে,র সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক নেতা শওকত মাহমুদ, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক যায় যায় দিন সম্পাদক শফিক রেহমান, দৈনিক কুমিল্লার আলো সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন কনক, প্রধান সম্পাদক আবদুল জব্বারসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

আরো পড়ুন