কুমিল্লায় সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২ জন (ভিডিও)

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় পৃথক দুটি অভিযানে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচাঁরকারিকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। আটককৃত মাদকের মূল্য সাড়ে ৩৪ লক্ষ টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লার দক্ষিণের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লার উত্তরের অতিঃ পুলিশ সুপার হিসেবে কর্মরত) শাখাওয়াত হোসেন, ডিএসবির অতিঃ পুলিশ সুপার আজিম উল আহসান।

আটক হওয়া মাদক পাচাঁরকারিরা হলেন, কুমিল্লা সদরের গাজীপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত. বাচ্চু মিয়ার ছেলে মোঃ শাহীন (৫৫) ও সদর দক্ষিণ উপজেলার মুড়া পাড়া (পূর্ব পাড়া ) গ্রামের মৃত. আইয়ুব আলীর ছেলে মোঃ জসিম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মোকাদ্দেস হোসেন এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাত ৩ টায় সদরের গাজীপুর গ্রামের মিন্টু সাহার বাড়ির সামনে রাস্তার উপর থেকে মোঃ শাহীনকে পঞ্চাশটি এয়ার টাইট প্যাকেট এর ভিতরে রক্ষিত দশ হাজার পিস্ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।
একই দিন সকাল পৌণে ৭ টায় সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে মোঃ জসিমকে এয়ার টাইট প্যাকেটের ভিতরে রক্ষিত দেড় হাজার পিস্ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ।

আরো পড়ুন