কুমিল্লায় হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা, ফটকে তালা

কুমিল্লার লাকসামে হোম কোয়ারান্টাইনের নিয়ম না মানায় ইতালি প্রবাসী এক পরিবারের সদস্যরা অবাধে ঘোরাঘুরি করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোম কোয়ারান্টাইন নিশ্চিতের জন্য ওই বাড়ির মূল ফটকে তালা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর এলাকার ইতালি প্রবাসীর বাড়িতে এই দণ্ড দেয়া হয়।

ইতালি প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে দুই শিশু সন্তান ও স্বামী-স্ত্রী রয়েছেন। তারা চলতি মাসের ১০ তারিখ ইতালি থেকে দেশে আসেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম জানান, ওই পরিবারের সদস্যরা ইতালি থেকে দেশে আাসার পর তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা তা না মানায় ১০ হাজার টাকা জরিমানাসহ ১৪ দিনের কোয়ারান্টাইন নিশ্চিতের জন্যে মুল ফটকে তালা দেয়া হয়েছে।

লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী জানান, হোম কোয়ারেন্টাইন থাকা ওই পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা অনুযায়ী নিরাপদভাবে সবকিছু সরবরাহ করা হবে।

সূত্রঃ ঢাকাটাইমস

আরো পড়ুন