কুমিল্লায় ১০ কিঃমিঃ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মারুফ আহমেদঃ কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোঃ লিঃ এর অভিযানে জেলার  সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নে ১০ কিঃ মিঃ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়,  কুমিল্লা সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের টিক্কাচর ব্রিজ হয়ে পুরো এলাকায় বেশ কয়েক বছর ধরে কিছু সংখ্যক অসাধু লোক সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ গ্যাস লাইন সাপ্লাই দিয়ে আসছিল। আর এ সুযোগে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উর্ধতন কর্মকর্তারা এ অবৈধ গ্যাস সংযোগের কথা জানতে পারে। তারই প্রেক্ষিতে সোমবার দিনব্যাপি অভিযান পরিচালনা করে এসকল অবৈধ গ্যাসের লাইন উচ্ছেদ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা, বিজিডিসিএল এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও ভিজিলেন্স টিমের প্রধান রবিউল হক, কোম্পানির ইলেক্ট্রিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের ব্যবস্থাপক জসিম উদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

তবে এ ঘটনায় কাউকে আটক কিংবা কাউকে অভিযোগ করে মামলা হয়নি।

আরো পড়ুন