কুমিল্লায় ১২০ কেজি চিংড়ি ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লার পদুয়ার বাজারে সপ্তাহে দুইদিন বসে মাছের বাজার। জেলার এই বৃহৎ মাছের বাজারে অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় চিংড়ির ওজন বাড়াতে ক্ষতিকর জেলি ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬০ হাজার টাকা জরিমানা ও ১২০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন- চৌদ্দগ্রামের উজান মুড়ী গ্রামের অহিদুর রহমান ও চাঁদপুরের শাহরাস্তির আদর্শ ইয়াপুরা গ্রামের মো. শফিক।

এদিকে, ওই বাজারে জহির মিয়া নামে আরেক এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ওই ব্যবসায়ীকে জরিমানা করে জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসির অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযুক্ত তিন ব্যবসায়ী জেলি মিশ্রিত চিংড়ি ও জাটকা বিক্রির অপরাধ স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন