কুমিল্লায় ১৫০ কেজি গাঁজাসহ আটক ২

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দেড়শ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস।

সোমবার দুপুরে সদর উপজেলার আলেখারচর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুড়িয়া পাড়া গ্রামের লাল মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন (২০) ও একই উপজেলার বাগালপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন মিয়া (২৭)।

জেলার গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দুপুর ডিবির এসআই সহিদুল ইসলাম পিপিএম, এসআই মো. শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মো. শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে বেলা পৌনে দুইটায় আলেখারচর মসজিদের সামনের রাস্তা থেকে দেড়শ কেজি গাঁজা ও দু’টি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

দুটি মাইক্রোতে ৬টি বস্তার ভেতর গাঁজাগুলো লুকানো ছিলো বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সহিদুল ইসলাম পিপিএম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন