কুমিল্লায় ১৬ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৬ লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আজ কুমিল্লা জিলা স্কুলে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ. ক. ম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

জেলার কালেক্টরেট স্কুল ও কলেজে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টটরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার।

পুলিশ লাইন স্কুলে বই উৎসব উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার সিদ্দিকী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচেষ্ট ছিলো বলে জেলার ১৬ লক্ষাধিক প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিতে পেরেছি।

আরো পড়ুন