কুমিল্লায় ৪৩ মাস ধরে নারী সদস্যের ভাতা তুলতে দেন না ইউপি চেয়ারম্যান!

ডেস্ক রিপোর্টঃ ৪৩ মাস ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না বলে দাবি করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাকী মজুমদার। তার অভিযোগ, ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন তাকে সম্মানী ভাতা তুলতে দিচ্ছেন না। এর জেরে আবদুল হান্নান হিরনের বিরুদ্ধে ১০টি অভিযোগ এনে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেন লাকী। তবে আবদুল হান্নান হিরন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৬ সালের ৭ মার্চ উত্তর হাওলা ইউনিয়ন নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে নারী ইউপি সদস্য নির্বাচিত হনলাকী মজুমদার। তিনি বলেন, ১৭ মাস পর ফের ইউপি নির্বাচন হবে। অথচ নির্বাচিত হওয়ার পর ৪৩ মাস পার হলেও কোনও বেতন-ভাতা পাইনি আমি। এমনকি, আমাকে দেওয়া হয়নি কোনও কাজ।

লাকী আরও অভিযোগ করেন, আমার ওয়ার্ডগুলোকে এখনও রেজ্যুলেশন করে দেননি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন। উল্টো গত কিছুদিন আগে ভিজিডির চাল বিতরণ কার্ডের বৈঠকে গেলে চেয়ারম্যান আমার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান। এছাড়া, বেতন-ভাতার জন্য আমি আমার স্বামীকে নিয়ে পরিষদে গেলে অকথ্য ভাষায় গালাগাল করেন চেয়ারম্যান। ব্যক্তি বিরোধের জেরে চেয়ারম্যান তার লোকজন দিয়ে আমার স্বামীর সম্পত্তি ভোগ-দখলের চেষ্টাও করেছেন একাধিকবার।

লাকী মজুমদার আরও জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। এরপর স্থানীয় জন প্রতিনিধিসহ সংসদ সদস্যের মধ্যস্থতায় মামলার ব্যাপারটি মীমাংসা হয়। এর পরও তার ওয়ার্ডের রেজ্যুলেশন হয়নি এবং তিনি মাসিক সম্মানী ভাতাও তুলতে পারেননি। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেন লাকী। সেখানে অভিযোগগুলোর ব্যাপারে তিন দফা শুনানি হয়েছে।
ইউপি সদস্য লাকী মজুমদার দাবিকরেন, ‘আমার এলাকার সাধারণ মানুষদের কাছে আমি অসহায় ও লজ্জিত, তাদের কোনও সেবা দিতে পারছি না।’

লিখিত অভিযোগে লাকী মজুমদার উল্লেখ করেছেন, ‘চেয়ারম্যান আবদুল হান্নান হিরন উপজেলার নাথেরপেটুয়া রেলস্টেশনের দক্ষিণ-পশ্চিম পাশের ১৬ শতক জমি, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ সংলগ্ন সরকার মালিকানাধীন ১২ শতক জমি, নাথেরপেটুয়া বাজারে সড়ক ও জনপদের ২০ শতক জমি এবং একই এলাকায় আরেকটি দাগে রেলওয়ের ৬০ শতক জমিসহ মোট ১০৮ শতক সরকারি সম্পত্তি অবৈধভাবে ভোগ-দখলে রেখেছেন। এসব সম্পত্তির ওপর সীমানা বেষ্টনী দিয়ে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি, প্লট বিক্রি, দোকান নির্মাণ চলছে।

এসব ব্যাপারে উত্তর হাওলা ইউনিয়নের আরেক নারী ইউপি সদস্য কাজল রেখা বলেন, ‘লাকী মজুমদার নির্বাচিত হওয়ার পর থেকে চেয়ারম্যান হিরন তাকে তার প্রাপ্য ভাতা তুলতে দেননি। নির্বাচনে মানুষকে অনেক সেবার আশা দিয়েছিলেন লাকী। কিন্তু ৪৩ মাস অতিক্রম করলেও চেয়ারম্যান তার ওয়ার্ডগুলো রেজ্যুলেশনের আওতায় আনেননি। আমরা অন্য নারী ইউপি সদস্যরা লাকীর পক্ষে অনুরোধ করলেও তিনি আমাদের কথা রাখেননি।
একই কথা জানান আরেক নারী ইউপি সদস্য আনোয়ারা বেগম। তিনি বলেন, ‘সরকারি নিয়ম অনুসারে একজন ইউপি নারী সদস্য হিসেবে আমাদের প্রাপ্য থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তবে আমরা যতটুকু পাই, লাকী তাও পান না।

এসব ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান হিরন বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। লাকী মন্ত্রণালয়ে যে অভিযোগ দিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত করেছেন; এপর্যন্ত তিনবার শুনানিও করেছেন।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম বলেন, ভুক্তভোগী ইউপি নারী সদস্য চেয়ারম্যান হিরনের বিরুদ্ধে ভাতা উত্তোলনে বাধাসহ ১০টির বেশি অভিযোগ করেছেন। আমি দায়িত্ব পাওয়ার পর সেই অভিযোগগুলোর শুনানির জন্য ওই ইউনিয়নে গিয়েছি। তৃতীয়বারের মতো গতকাল সোমবার (২১ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে দুই পক্ষকে ডেকে শুনানি করেছি। আমি এই বিষয়ে প্রতিবেদন তৈরি করে জমা দিয়ে দেবো।

আরো পড়ুন