কুমিল্লায় ৪৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. জাকির হোসেনঃ কুমিল্লার বড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়েকের দেবপুর এলাকায় রাস্তায় গাড়ী তল্লাসী চালিয়ে ৪শ’৮০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন সুজন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ফাঁড়ীর এস আই শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভারেল্লা দক্ষিন ইউনিয়নের দেবপুর এলাকায় রাস্তায় তল্লাসী চৌকি বসিয়ে বিভিন্ন গাড়ীতে তল্লাসী চালায়। রাত আড়াইটায় চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী রিলেক্স পরিবহনের একটি বাসে তল্লাসী কালে সন্দেহভাজন এক যাত্রীর দেহে বিশেষ কায়দার রক্ষিত ৪শ’ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ এসময় ইয়াবা বহনের দায়ে মোঃ আনোয়ার হোসেন সুজন (৩২) নামে ওই যাত্রীকে আটক করে। সে নেত্রকোনা জেলাধীন পূর্বধলা থারার শ্রীপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে। পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক গতকাল কুমিল্লা আদালতে প্রেরণ করেছেন।

এদিকে ফাঁড়ীর এস আই মোঃ শফিকুল ইসলাম পৃথক আরেকটি অভিযান চালিয়ে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামে মৃত সফর আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী কবির হোসেনকে গ্রেফতার করেছে।

আরো পড়ুন