কুমিল্লায় ৫ ঘন্টার ব্যবধানে মৃত্যুর কোলে স্বামী-স্ত্রী : পাশাপাশি দাফন

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় স্বামীর মৃত্যুর ৫ ঘন্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শোকাতুর স্ত্রীও। জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী দু’জন হচ্ছেন উনকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন আবদুল কাদের (৫৫) ও তার স্ত্রী সাফিয়া খাতুন (৪৮)।

শুক্রবার সকালে জানাজা শেষে স্বামী-স্ত্রী দু’জনের মরদেহ পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আবদুল কাদের ও সন্ধ্যায় মারা যান সাফিয়া খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামের উনকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুল কাদের কিছুদিন যাবৎ অসুখ-বিসুখে ভোগছিলেন। গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। ওইদিন বাদ এশা (রাত সাড়ে ৮টা) তাঁর জানাজা ও দাফনের জন্য সময় নির্ধারণ করেন স্বজনরা।

এদিকে স্বামীকে হারিয়ে শোকাতুর সাফিয়া খাতুন বারবার মুর্ছা যাচ্ছিলেন। অতিরিক্ত আহাজারী ও কান্না করতে করতে সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান সাফিয়া খাতুনও।

একই দিনে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাটি পরিবার ও স্বজনদের জন্য হৃদয়বিদারক- উল্লেখ করে ৫নং শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বলেন, ‘আবদুল কাদের খুব ভালো মানুষ ছিলেন। তাঁর জানাজায় শরীক হতে গিয়ে শুনি- কাদেরের সহধর্মিণীও স্বামীর শোকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।’

‘পরে শুক্রবার সকাল ৯টায় দু’জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে স্বামী-স্ত্রীকে।’

আরো পড়ুন