কুমিল্লায় ৬ দফা দাবিতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ পদোন্নতি ও নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্বারকলিপি প্রদান করেছে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারিরা ।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার আয়োজনে কুমিল্লা টাউন হলের সামনে সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,সংগঠনের চট্রগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি গাজী মো.খোরশেদ আলম, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আদর্শ সদর উপজেলার সভাপতি জহিরুল হক ভূঁইয়া, সেক্রেটারী মিসেস মেহেরুন্নেছা প্রমুখ। পরে তারা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যেমে স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,চলমান নিয়োগবিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতিসহ জরুরি দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে। এছাড়া মাঠ পর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে এফপিআই ও এফডব্লিউএদের স্বাস্থ্য বিভাগীয় সকল প্রকার কাজ থেকে বিরত রাখতে হবে। পদোন্নতিসহ ছয় দফা দাবি আদায়ে আমরা আবারো আগামী ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষা করব। এরমধ্যে যদি ছয় দফা দাবি আদায় না হয়, তাহলে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা কেন্দ্রিয় ভাবে সিদ্ধান্ত নিয়ে বৃহৎ আন্দোলনে মাঠে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য,এর আগে গত ৯ ফেব্রয়ারী কুমিল্লা টাউন হল মিলনায়তনে ছয় দফা দাবি আদায়ে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতি কুমিল্লা জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারি সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন