কুমিল্লা অঞ্চলের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কুমিল্লা অঞ্চলের আওতাধীন ৬ জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।  খসড়া ভোটার তালিকা অনুযায়ী এই অঞ্চলের ৬ জেলায় নতুন ভোটার বেড়েছে ৫ লাখ ১১ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৫ হাজার ৫১১ জন এবং মহিলা ২ লাখ ৪৫ হাজার ৭০৪ জন। এই জেলা সমূহের বিদ্যমান ভোটার সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ৫৮ লাখ ৯৭ হাজার ২২ জন এবং মহিলা ৫৭ লাখ ৩৮ হাজার ৭২ জন।

বিদ্যমান ভোটার এবং খসড়া ভোটার তালিকায় প্রকাশিত সর্বমোট ভোটার সংখ্যা ১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ লাখ ৬২ হাজার ৫৩৩ জন এবং মহিলা ভোটার ৫৯ লাখ ৮৩ হাজার ৭৭৬ জন। ৬ জেলার খসড়া তালিকায় ভোটার বেড়েছে শতকার ৪ দশমিক ৩৯ ভাগ। কুমিল্লা অঞ্চলের আওতাধীন জেলা গুলো হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া। তথ্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় কুমিল্লার।

জেলাওয়ারী বিদ্যমান ভোটার সংখ্যা এবং খসড়া ভোটার তালিকায় প্রকাশিত ভোটার সংখ্যা হচ্ছে, কুমিল্লায় বিদ্যমান ভোটার সংখ্যা ৩৭ লাখ ৬৭ হাজার ৬০৫ জন। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ১ লাখ ৪৯ হাজার ৪১৮ জন।  এ জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩৯ লাখ ১৭ হাজার ২৩ জন। ভোটার বাড়ার শতকরা হার ৩ দশমিক ৭০ ভাগ।

নোয়াখালীতে বিদ্যমান ভোটার সংখ্যা ২০ লাখ ৫৫ হাজার ৮৫৭ জন। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ১ লাখ ৬ হাজার ২৩৩ জন।  এ  জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৯০ জন। ভোটারবৃদ্ধির শতকরা হার ৭ দশমিক ৮৮ ভাগ। লক্ষীপুর বিদ্যমান ভোটার সংখ্যা ১১ লাখ ৭০ হাজার ১৬৭ জন। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৬৪ হাজার ৬৮ জন। এ জেলায় সর্বমোট ভোটর সংখ্যা ১২ লাখ ৩৪ হাজার ২৩৫ জন। ভোটার বৃদ্ধির শতকরা হার ৫ দশমিক ৪৭ ভাগ। ফেনী জেলার বিদ্যমান ভোটার সংখ্যা ১০ লাখ ৮৩৭ জন। খসড়া তালিকায় ভোটার বেড়েছে  ৫ লাখ ৩৯ হাজার ৮৮৬ জন। এ জেলায় বর্তমান ভোটার সংখ্যা ১০ লাখ ৩৯ হাজার ৫২ জন। ভোটার বৃদ্ধির  শতকরা হার ৩ দশমিক ৮১ ভাগ।

চাঁদপুুর জেলার বিদ্যমান ভোটার সংখ্যা ১৭ লাখ ৫১ হাজার ২৭৯ জন। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৭৪ হাজার ৩১১ জন। এ জেলায় সর্বমোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২৫ হাজার ৫৯০ জন।  এ জেলায় ভোটার বৃদ্ধির শতকরা হার ৪ দশমিক ২৪ ভাগ।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিদ্যমান ভোটার সংখ্যা ১৮ লাখ ৮৯ হাজার ৩৪৯ জন। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৭৮ হাজার ৯৭০ জন। এ জেলায় সর্বমোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৬৮ হাজার ৩১৯ জন। এ জেলায় ভোটার বৃদ্ধির শতকরা হার ৪ দশমিক ১৮ ভাগ।

কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) খোরশেদ আলম জানান, গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।  আগামী ১৭ জানুয়ারির মধ্যে যে কেউ খসড়া ভোটার তালিকায় নিজ নাম অন্তভুক্তি ও ভুল সংশোধনের আবেদন করতে পারবেন। তালিকায় কোন ব্যক্তি অবৈধ ভাবে অন্তভুক্ত হলে সে বিষয়েও যে কেউ  আপত্তি জানাতে পারবেন।  ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরো পড়ুন