কুমিল্লা আবার জয়ের ধারায়

টি-টোয়েন্টিতে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে হলে ইনিংসের শুরুতেই ঝড় তুলতে হয়। সেই ঝড় তুলেছিলেন কুমিল্লার রাজাপক্ষে। তবে ১৫ বলে ৩১ রান করে তিনি আউট হলে দলের রানের গতি কিছুটা থমকে যায়। উইকেটে থাকা সৌম্য ও সাব্বির রানের গতিটা ধরে রাখতে না পারলেও উইকেট পড়তে দেন নি। তিন ওভারের মধ্যে সাব্বির ও সৌম্য ফিরে গেলে শঙ্কায় পড়ে কুমিল্লা। তখনও লাগে ২৬ বলে ৪৯ রান। এরপরই ঝড় তোলেন উইকেট আসা ডেভিড মালান। ২৪ বলে ৪২ করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

এর আগে, মাঠে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন রংপুরের মোহাম্মদ শাহজাদ। তাতে ৮ ওভারেই ৮৬ রান তুলে ফেলেছিল রংপুর রেঞ্জার্স। ফলে বিশাল সংগ্রহের আভাস দিয়েছিল তারা। তবে মাঝপথে নিয়মিত উইকেট হারালে ততটা সম্ভব হয়নি। কিন্তু পুঁজিটা একেবারে মন্দও হয়নি। শাহজাদের বড় ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট স্কোরে ১৮১ রান সংগ্রহ করেছে রংপুর।

আরো পড়ুন