কুমিল্লা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা ইপিজেডে বক্রম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২২ জুন) সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের ইটাশিয়া ইন্টারলাইনিং লিমিটেড নামে ওই বক্রম কারখানায় আগুন লাগে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির কোনও হিসাব পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান্ত নাথ সাহা জানান, ‘কারখানার ভেতরে আগুন নিয়ন্ত্রণে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এখনও কোনও হতাহতের খবর আমরা পাইনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর কুমিল্লা ইপিজেডের ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছিল। তারপর এক এক করে সাতটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকরা কারখানায় প্রবেশের আগেই এই আগুন লাগে। তবে হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ধোঁয়া কমে আসলে আমরা ভেতরে প্রবেশ করবো। তুলা, সুতা ও বক্রমের কারণে আগুন ছড়িয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।’

আরো পড়ুন