কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন- ‘আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আনতে হলে দলীয় নেতা-কর্মীরা নিজেদের সৃষ্ট সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা উত্তর জেলার রাজনৈতিক সদর চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় ওই আহবান করেন নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, ৭১’ যুদ্ধের পরও এ দেশ থেকে অপশক্তি চিরতরে নির্মুল করা সম্ভব হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরও অপশক্তিদের জঙ্গি কর্মকান্ড থেমে নেই। শেখ হাসিনার সরকারের দেশ পরিচালনা করার কৌশলের কারণে ওই সব অপশক্তিরা ঘাপটি মেরে আছে। মাঝে মাঝে তারা মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আগামী নির্বাচনে চতুর্থবারের মত শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। সেজন্য আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, উত্তর জেলা সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সহ-সভাপতি এডভোকেট নিজামুল হক, সহ-সভাপতি এম হুমায়ূন মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, হোমনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, উত্তর জেলা উত্তর কৃষি বিষয়ক সম্পাদক ও হোমনা পৌর মেয়র নজরুল ইসলাম, মেঘনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রতন সিকদার, তিতাস উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আহসান হাবিব নিল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল আউয়াল, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আইউব আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ উপ-দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, জেলা আওয়ামীলীগ সদস্য ড. আব্দুল মান্নান, সদস্য বাসুদেব, সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।

এদিকে, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানার স্বামী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী কৃষকলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম এর মৃত্যুতে বর্ধিত শোক প্রস্তাব আনা হয়। এসময় সকল নেতৃবৃন্দ দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সূত্রঃ কুমিল্লার কাগজ

আরো পড়ুন