কুমিল্লা উত্তর দূর্গাপুরে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি নয়। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। দেশে-বিদেশে বাঙ্গালীরা আজ মর্যাদার আসন লাভ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিয়ে জাতি কখনো বঞ্চিত হয়নি। নৌকায় ভোট দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত সরকারে এলে জনগনের সম্পদ লুটে খায়। এতিমের টাকাও বাদ যায়নি।

গতকাল সোমবার দূর্গাপুর উত্তর ইউনিয়নের ১,২ এবং ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।

গতকাল বেলা সাড়ে ১১ টায় দূর্গাপুর উত্তর ইউনিয়নের সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান। আরো অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার,সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল, দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল, দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক ভূইয়া ও সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, কেটিসিসিএ লি.এর পরিচালক জোনায়েদ শিকদার তপু , উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো.নাছির উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন,তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক মেজবাহ উদ্দিন ভূইয়া, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আবুল হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো.কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জহিরুল ইসলাম রিণ্টু, যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ মহানগর আওয়ামী লীগ ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

আমতলী-আলেখাচর সড়ক উদ্বোধনঃ
এদিকে মতবিনিময় সভার আগে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সোমবার সকাল সাড়ে ১১ টায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যায়ে মহাসড়কের আমতলী (জঐউ) – আলেখাচর উপজেলা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উক্ত সড়কটি আদর্শ সদর উপজেলা এলজিইডি’র বাস্তবায়ন করে। এসময় আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অনান্যরা উপস্থিত ছিলেন।

ক্যান্টনমেন্টের রাস্তা ব্যবহার প্রসঙ্গে এমপি বাহার যা বলেনঃ
জনগনের সাথে সরাসরি মতবিনিময় সভায় এমপি বাহার স্থানীয় জনগনের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বেশ কিছু সমস্যা তাৎক্ষনিকভাবে তা সমাধানের পদক্ষেপ নেন। সভায় স্থানীয় জনগন অবকাঠামো উন্নয়ন নিয়ে তেমন দাবি তুলতে পারেনি। তবে ১১ নং গেইট এলাকার বাসিন্দা সুরুজ মিয়া ও ৭ নং গেইট এলাকার বাসিন্দা আবুল হাসেম সহ বেশ কয়েকজন ব্যক্তি বলেন, এক সময় এ এলাকার লোকজন ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তা ব্যবহার করে টিপরা বাজার ,বাংলাবাজার ও কোটবাড়ী এলাকায় সহজে যাতায়াত করতে পারলেও বর্তমানে ক্যান্টনমেন্টের নিরাপত্তার কারণে এলাকার অধিবাসীরা ওই রাস্তা ব্যবহার করতে পারছেন না। বিশেষ করে টিপরা বাজার শহীদ মিনার এলাকা থেকে বাংলাবাজার পর্যন্ত ক্যান্টনমেন্টের পূর্বপাশের অধিবাসীরা বেশ ভোগান্তিতে পড়েছে। এ বিষয়ে তারা এমপি বাহারের দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে এমপি বাহার বলেন,ক্যান্টনমেন্ট একটি সংরক্ষিত এলাকা। নিরাপত্তা স্বার্থে কোন ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে সাধারন জনগন অবাধে যাতায়াত করতে পারে না। তবে তিনি আশ্বাস দেন, যদি আপনারা ক্যান্টনমেন্টের ভাউন্ডারীর বাহির দিয়ে ১৫ ফুট জমি লিখে দিতে পারেন ,আমি এ জায়গা দিয়ে রাস্তা করে দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামানও এমপি বাহারের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন