কুমিল্লা চান্দিনায় বাজারের ১০ দোকান ভস্মীভূত

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে ভয়াবহ অগ্নীকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

শনিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা।

চান্দিনা ও পাশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে বাজারের ১০ টি দোকান পুড়ে যায়। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাজারের ব্যবসায়ী সমিতির নেতারা।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী কাউসার আহম্মেদ জানান, বাজারের লেপ-তোষক তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একে একে ১০টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শফিক উদ্দিন মুন্সি বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়াসহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিরা।

আরো পড়ুন