কুমিল্লা জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার জেলা প্রশাসক মো.জাহাংগীর আলমের যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ায় এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও কোতয়ালী মডেল থানার ওসি মো.আবু ছালাম মিয়া পিপিএম পুরস্কার পাওয়ায় এ তিন কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ। গতকাল দুপুরে আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভা শেষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজান সাজু, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল,উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাছান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম বলেন, যতদিন কুমিল্লায় কাজ করছি জনগনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। দেশের মঙ্গলে,জনগনের কল্যানে কাজ করেছি। কুমিল্লায় কাজ করেছেন এমন বহু কর্মকর্তা রয়েছেন যারা আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত। বর্তমান এলজিইডি সচিব আবদুল মালেক একসময় কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন, প্রধানমন্ত্রীর পিএস-১ তোফাজ্জল হোসেন মিয়াও কুমিল্লার জেলা প্রশাসক ছিলেন। তারা এখনো কুমিল্লাকে লালন করেন। শিক্ষা-সংস্কৃতির পাঠপীঠ কুমিল্লা। যেথানেই থাকি না কেন পূর্ববতীদের ন্যায় কুমিল্লাকে লালন করব।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম বলেন, কুমিল্লার জনগনের সহযোগিতার ফলে আমাদের এ অর্জন সম্ভব হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠান আমাদের অনুপ্রেরণার পাশাপাশি প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাঝে এক সেতু বন্ধন তৈরী হয়েছে। যা আগামি দিনে এক সাথে কাজ করার সুযোগ বাড়িয়ে দিয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মো.আবু ছালাম মিয়া পিপিএম বলেন,পদক প্রাপ্তি আমাদেও দায়বদ্ধতা ও দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আগামি দিনগুলিতে আমরা নতুন উদ্যেমে জনগনের জন্য আরো দায়িত্বশীল হয়ে কাজ করব।
সভাপতির বক্তব্যে আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল বলেন, সংবর্ধিত অতিথিরা আমাদের কুমিল্লার গর্ব। উনারা কুমিল্লায় সর্বোচ্চ সেবা দিয়েছেন বলে পদোন্নতি ও পদক পেয়েছেন। আমরা বিশ্বাস করি এ পদোন্নতি ও পদক প্রাপ্তি তাদের অনুপ্রেরণা জোগাবে। দেশকে এগিয়ে নিতে তারা আরো বেশি ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন