কুমিল্লা টাউন হল নিয়ে গণশুনানি, সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়

কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধুসহ বহু জ্ঞানীগুণীর পদচারণা ছিল জানিয়ে কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘কুমিল্লা এগুলে, এগুবে বাংলাদেশ।’

শনিবার বেলা ১২ টার দিকে নগরের টাউনহলের রফিকুল ইসলাম মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন বাহার বলেন, ‘করোনার সময়েও সারা দেশে রেমিট্যান্সে শ্রেষ্ঠ হয়েছে কুমিল্লা। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, শচীন দেব বর্মণের এই জেলায় জাতির জনক বঙ্গবন্ধুসহ বহু জ্ঞানীগুণীর পদচারণায় ধন্য হয়েছে। তাই বলি কুমিল্লা এগুলো, এগুবে বাংলাদেশ।’

গণশুনানিতে পুরোনো টাউন হল ভেঙে নতুন ও আধুনিক টাউনহল করার দাবী জানানো হয়। এ সময় নগর সব স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সাংসদ বাহাউদ্দিন আরও বলেন, ‘শাসনগাছা রেলওয়ে ফ্লাইওভার আমি করেছি। তার জন্যই এখন দ্রুত নগরীতে প্রবেশ করা যায়। শিক্ষা সংস্কৃতির এই কুমিল্লায় একটি আধুনিক কমপ্লেক্স দরকার। বিভিন্ন দেশ তাদের সংস্কৃতি চর্চায় এগিয়ে গেছে। কুমিল্লার সংস্কৃতি বিকাশে আধুনিক টাউনহল এখন সময়ের দাবী। আমি সেই দাবী বাস্তবায়নে কুমিল্লাবাসীকে নিয়ে এগিয়ে গেছি।’

তিনি আরও বলেন, ‘আধুনিক টাউনহল নির্মাণ করা হবে তা আগরতলার মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের নামেই হবে। তবে পাঠাগারের জায়গায় কমপ্লেক্স নির্মাণ করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস বলেন, ‘সুন্দর সুশৃংখলভাবে গণশুনানি হয়েছে। এটা একটা প্রক্রিয়া। আরও আনুষ্ঠানিকতা রয়েছে। সংস্কৃতি মন্ত্রী মহোদয় রয়েছেন। আমরা পরবর্তী কার্যক্রমের ধাপে এগিয়ে যাবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। আধুনিক টাউনহল নির্মাণের পক্ষে বক্তব্য রাখেন সিটি মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন ভুইয়া, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ জামাল নাসের, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন